জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে দলের মনোনীত প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াতের পাঁচ দাবির মধ্যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড একটি অন্যতম দাবি। এখনো প্রশাসনে অনেকে একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। সরকারি চাকরি যারা করেন, তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। গতকাল সকালে বদরগঞ্জ উপজেলার সাহাপুর মাঠে মোটরসাইকেল শোভাযাত্রায় বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গণভোট প্রসঙ্গে এ টি এম আজহারুল ইসলাম বলেন, জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছি। যেহেতু গণভোটে সব রাজনৈতিক দল রাজি হয়েছে, তাহলে কেন গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে না। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হোক, এটা আমাদের দাবি। আমরা মনে করি গণভোট হলে অনেক সমস্যার সমাধান হতে পারে।
তিনি আরও বলেন, আমি সর্বস্তরের মানুষের সমর্থন পাচ্ছি। তরুণ প্রজন্মরা একটি বিপ্লব করে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। আমি নির্বাচনি প্রচারণায় তরুণ, নানা বয়সি মানুষসহ অমুসলিমদের ব্যাপক সাড়া পাচ্চি। আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি, নির্বাচিত হলে এলাকার কাক্সিক্ষত উন্নয়ন করব।
প্রায় চার হাজার মোটরসাইকেল নিয়ে উপজেলার সাহাপুর মাঠ থেকে শোডাউনটি বদরগঞ্জ উপজেলার শ্যামপুর, নাগেরহাট, পদাগঞ্জ, লোহানীপাড়া, ওসমানপুর, ট্যাক্সেরহাট, গোপীনাথপুরের বটেরহাট, লালদীঘি ধোলাইঘাট, তারাগঞ্জের ইকরচালী, হাড়িয়ালকুঠি, শেখেরহাট হয়ে ফের সাহাপুর মাঠে গিয়ে শেষ হয়।