লা লিগার ষষ্ঠ রাউন্ডে শনিবার ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে আতলেতিকো মাদ্রিদ ৫-২ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। এই জয়ের মাধ্যমে দিয়েগো সিমেওনের দল লা লিগায় তাদের আধিপত্য বজায় রাখলো, পাশাপাশি রিয়ালের জন্য এ মৌসুমের প্রথম লিগ পরাজয় হিসেবে ইতিহাস রচনা করল।
ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিদ গোল হজম করে পিছিয়ে পড়ে যায়। ১৩ মিনিটে হবাঁন লু নহমাঁর গোলে এগিয়ে যায় আতলেতিকো। তবে রিয়াল শাবি আলোনসোর নেতৃত্বে ১১ মিনিটের মধ্যে দুই গোল করেও এগিয়ে যায়। কিলিয়ান এমবাপে এবং আর্দা গিলেরের গোল দলকে লিড এনে দেয়। এমবাপে এই গোলের মাধ্যমে লা লিগায় টানা চার ম্যাচে গোল করার ধারাবাহিকতা বজায় রেখেছেন।
ম্যাচের ৩৬তম মিনিটে আর্দা গিলেরের গোলে ব্যবধান আরও বাড়ায় রিয়াল। প্রথমার্ধের শেষ দিকে আলেকসান্দার সরলথ একটি দুর্দান্ত হেড গোল করে আতলেতিকোকে সমতা ফিরিয়ে আনে।
দ্বিতীয়ার্ধে রিয়াল পুরো সময় রক্ষণে ঘিরে থাকে, এবং তাদের গোলরক্ষক থিবো কোর্তোয়া বেশ কয়েকটি সেভ করে দলের ক্ষতি কমানোর চেষ্টা করেন। তবে আতলেতিকোয়ের আক্রমণ অব্যাহত থাকে। ৪৯তম মিনিটে পেনাল্টি থেকে হুলিয়ান আলভারেস গোল করে আতলেতিকোকে আবারও এগিয়ে নিয়ে যান। ৬২ এবং ৬৫তম মিনিটে সরলথ এবং আলভারেসের আরও দুটি গোল আতলেতিকোকে জয় নিশ্চিত করে।
৮৩ মিনিটে ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান ডি-বক্স থেকে নিখুঁত শটে গোল করেন এবং স্কোর ৫-২ নিয়ে যায়।
পুরো ম্যাচ জুড়ে রিয়াল মাদ্রিদ মাত্র ছয়টি শট নেয়, যার মধ্যে মাত্র দুইটি ছিল লক্ষ্যে, অন্যদিকে আতলেতিকো ১৩ শটের সাতটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। রিয়াল মাদ্রিদ প্রথম ছয় ম্যাচে মোট তিনটি গোল হজম করলেও এই ম্যাচে পাঁচটি গোল খেয়েছে, যা তাদের জন্য উদ্বেগের কারণ।
এই পরাজয়ের কারণে রিয়াল মাদ্রিদের লিগ শীর্ষস্থান হারানোর শঙ্কাও দেখা দিয়েছে। আপাতত ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শাবি আলোনসোর দল, তবে এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট কম নিয়ে আছে বার্সেলোনা।
অন্যদিকে, সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্র নিয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে আতলেতিকো মাদ্রিদ।
মাদ্রিদের ডার্বিতে টানা ছয়টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখলো আতলেতিকো, যা তাদের জন্য বড় এক সফলতা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা