‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’- অঙ্গীকার নিয়ে দেশ-জাতির সেবায় নিয়োজিত, সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় শাখা বাংলাদেশ সেনাবাহিনী। ভূখণ্ডের অখণ্ডতা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা তাদের কর্তব্য। নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনে নৌ ও বিমানবাহিনী যুক্ত হয়ে শক্তি জোগাবে। এ ছাড়া যে কোনো জাতীয় সংকটে জরুরি অবস্থা মোকাবিলায় বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষীদের সহায়তায় এগিয়ে আসতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। স্বাধীনতার উষালগ্নে প্রতিষ্ঠিত সেনাবাহিনী, ১১টি সেক্টরে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দুর্ধর্ষ পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করে, তাদের আত্মসমর্পণে বাধ্য করে। স্বাধীনতা-পরবর্র্তী ৫৪ বছরে নানা সংকটে, সামাজিক-রাজনৈতিক বিশৃঙ্খলা প্রতিহতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও দুর্গতদের উদ্ধার-ত্রাণে দায়িত্বশীল অগ্রণী ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যাপক সংখ্যায় প্রশংসনীয় অংশগ্রহণে দেশের জন্য প্রভূত বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তারা জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সবশেষ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চব্বিশের গণ অভ্যুত্থানে, ছাত্র-জনতার পাশে দাঁড়ানোয় স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়েছে। যাদের ভূমিকায় আজকের নতুন বাংলাদেশ, সেখানে সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের অবদান স্মরণীয়। জুলাই বিপ্লবের প্রথম সারির নেতারা বিভিন্ন পরিপ্রেক্ষিতে তার সঙ্গে যোগাযোগ, পরামর্শ করেছেন। শেখ হাসিনার পালানোর পর সেনাপ্রধানই জাতিকে তা জানান। এবং রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, জুলাই যোদ্ধাসহ অংশীজনদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে আলোচনা করেন। গণ অভ্যুত্থানের পর থেকেই অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনা। বর্তমানে বিচারিক ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছে। ফেব্রুয়ারিতে নির্বাচন। গতকাল ছিল মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা; যেখানে তার মৃত্যুদণ্ড হয়েছে। এর আগে-পরে নানা নাশকতার আশঙ্কা ছিল, আছে। এসব সামনে রেখে রবিবার সেনাপ্রধান কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। বাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের উল্লেখ করে বলেন, নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদারির সঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করে, প্রস্তুত থাকতে হবে। সময়ের সঠিক নির্দেশনা এটা। জনগণ সেটাই প্রত্যাশা করে দেশ-জাতির জন্য প্রাণ উৎসর্গের শপথ নেওয়া এই বাহিনীর কাছে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে