আগামী ডিসেম্বরে ঘোষিত হবে নির্বাচনি তফসিল। সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করা হলেও সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। ফেব্রুয়ারির ৪ অথবা ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠানের পথেই হাঁটছে তারা। সাধারণ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় নির্বাচন কমিশনকে বাড়তি দায়িত্ব পালন করতে হবে। স্বাধীনতার পর প্রথমবারের মতো আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায়। ভোটার তালিকায় এবার অন্তর্ভুক্ত হয়েছেন ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। ৬৪টি জেলার ৩০০টি সংসদীয় আসনে কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১। আরপিও সংশোধন অধ্যাদেশ জারির মাধ্যমে নির্বাচনি আইনের সব ধরনের প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ হয়েছে। প্রথমবারের মতো জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। দেশে ১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে তিনটি গণভোট হয়েছে। তবে কখনো জাতীয় নির্বাচনের দিনে গণভোট হয়নি। গত দুটি গণভোটে সম্পৃক্ত ছিলেন নির্বাচন কমিশনের এমন কর্মকর্তাদের অভিমত, গণভোটের কারণে সংসদ নির্বাচনের প্রস্তুতির সঙ্গে ভোটকক্ষ ও ভোট গ্রহণ কর্মকর্তা বাড়ানো, প্রয়োজনীয় প্রশিক্ষণ আর ভোটারসংখ্যা অনুপাতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সরঞ্জামাদি বাড়াতে হবে। প্রবাসী বাংলাদেশি ভোটারদের বিষয়টিও রয়েছে। যারা প্রথমবারের মতো আগামী নির্বাচনে ভোটদানের সুযোগ পাবেন। সংসদ নির্বাচনে প্রতীক নিয়ে ব্যাপক প্রচারণা থাকবে প্রার্থীদের, আর গণভোট নিয়ে গ্রামগঞ্জে সচেতনতামূলক প্রচারণা চালানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ। নির্বাচন যাতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, তা নির্বাচন কমিশন ও সরকারের জন্য চ্যালেঞ্জ। গত তিনটি নির্বাচন দেশে তো বটেই, বিশ্বপরিসরে গ্রহণযোগ্যতা পায়নি অংশগ্রহণমূলক না হওয়ায়। মূলত বিরোধী দল নির্বাচন বর্জন করায়। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন সম্পন্ন হবে নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে। ফলে কোনো দলের পক্ষে সরকারের মদত দেওয়ার অভিযোগ থাকবে না বলেই আশা করা হচ্ছে। গণতন্ত্রহীনতার অভিশাপ থেকে দেশবাসীকে মুক্তি দেবে ফেব্রুয়ারির নির্বাচন। নির্বাচনে ব্যক্তি বা দলের বদলে গণতন্ত্রের জয় হোক এমনটিই দেখতে চায় দেশবাসী।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
দেশজুড়ে প্রস্তুতি
গণতন্ত্রের জয় হোক সুষ্ঠু নির্বাচনে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর