বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এ. জিন্নাহ কবীর বলেছেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে কৃষক, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ হবে। কেউ আর না খেয়ে মরবে না। দেশে আর কোনো স্বৈরাচার জন্ম নেবে না। রাষ্ট্রের টাকা পাচারও বন্ধ হবে।
শনিবার বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি এলাকার পথচারী ও জনগণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
জিন্নাহ কবীর বলেন, ৩১ দফার অন্যতম দফা হলো বেকার সমস্যার সমাধান। যতদিন বেকারদের কাজের ব্যবস্থা না হবে, ততদিন তাদের জন্য সরকার বেকার ভাতার ব্যবস্থা করবে। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠনের দায়িত্ব পেলে এ এলাকায় স্থায়ীভাবে নদী ভাঙন রোধ করা হবে।
অনুষ্ঠানে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ওলামা দলের কেন্দ্রীয় সদস্য হাবিবউল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মো. বক্তার হোসেন।
বিডিপ্রতিদিন/কবিরুল