কক্সবাজারের টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
এ ঘটনায় আটক হয়েছেন টেকনাফ পৌরসভার দরগারছড়ার মৃত শেখ আহম্মদের ছেলে মো. ইসমাইল (৩২)। পলাতক রয়েছে মো. ইয়াসিন ও মো. তাহের।
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগরপথে পাচার করে টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদ পাওয়ার পর তা ধরতে যৌথ অভিযান করার সিদ্ধান্ত নেয় বিজিবি। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টা ১৫ মিনিটের দিকে বিজিবি ও পুলিশের সমন্বয়ে দরগারছড়া এলাকায় বিশেষ অভিযান শুরু করা হয়।
অভিযানে মোঃ ইসমাইলকে আটক করে তার স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সাহায্যে নোয়াখালীপাড়ায় তাহের নামক এক ব্যক্তির বসতঘর অভিযান চালানো হয়। তার বসতঘরের পাশে মাটির নিচে অত্যন্ত গোপনে পুঁতে রাখা জায়গাটি চিহ্নিত করা হয়। পরে মাটি খুঁড়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিয়ানমার থেকে আমদানি করা বিপুল পরিমাণ মাদক সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তরের জন্য মোঃ ইয়াসিন নামক এক ব্যক্তির মাধ্যমে আনা হয়েছিল।
বিডি প্রতিদিন/এএম