বরিশালের বানারীপাড়ায় রাজনৈতিক বিষয় নিয়ে তর্কে প্রতিপক্ষের মারধরে ইউনিয়ন কৃষক দলের নেতা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সৈয়দকাঠি ইউনিয়নের করফাঘর গ্রামে এ ঘটনা ঘটে বলে বানারীপাড়া থানার ওসি শতদল মজুমদার জানিয়েছেন।
নিহত আব্দুল লতিফ (৫৫) সৈয়দকাঠি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।
বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা বলেন, আছরের নামাজ পড়ে কৃষক দল নেতা আব্দুল লতিফ করফাঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসে। এ সময় রাজনৈতিক বিষয় নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও বর্তমানে জামায়াতে যোগ দেয়া দেলোয়ার ঘরামীর সাথে তর্ক হয়। এক পর্যায়ে দেলোয়ার ঘরামী সজোরে আব্দুল লতিফের কানে চড় দেয়। এতে সে নিচে পড়ে যায়। তখন সেখানে থাকা দেলোয়ার ঘরামীর জামাতা তুহিনসহ ৭/৮ জন এসে আব্দুল লতিফকে লাথি কিল ঘুষি দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
বানারীপাড়া থানার ওসি শতদল মজুমদার বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে তর্কে মারধরে একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল