বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা ছিল সরগরম। আজ ছিল পরিচালক পদে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। এজন্য দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনটি ক্যাটাগরি থেকে মোট ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। ঢাকা থেকে তিনজন, চট্টগ্রাম থেকে পাঁচজন, খুলনা থেকে তিনজন, রাজশাহী থেকে চারজন, সিলেট থেকে তিনজন, রংপুর থেকে ছয়জন এবং বরিশাল থেকে মনোনয়ন নিয়েছেন একজন।
ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন প্রার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন তিনজন। তবে বিস্তারিত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি নির্বাচন কমিশন।
প্রার্থীদের মধ্যে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি ক্লাব ক্যাটাগরি থেকে ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর হিসেবে মনোনয়ন নিয়েছেন। একই ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদও। এ ছাড়া ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নিয়েছেন বর্তমান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ২৫ পরিচালক নির্বাচিত হবেন তিন ক্যাটাগরি থেকে। জেলা ও বিভাগীয় পর্যায় থেকে ১০ জন, ঢাকার ক্লাব থেকে ১২ জন এবং বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সংস্থা থেকে নির্বাচিত হবেন একজন। এ ছাড়া সরকারের মনোনীত ২ পরিচালক মিলে মোট ২৭ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হবে। পরিচালকদের মধ্য থেকেই ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন বিসিবির সভাপতি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ।
বিডি প্রতিদিন/এমআই