ভাঙ্গায় গাছ থেকে পড়ে বাবু শেখ (৩৫) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী মহল্লার খোকন শেখের ছেলে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে চাম্বুল কাছ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। সাথে সাথে গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান।
ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টুটুল ফকির বলেন, বাবু শেখ রান্নার জ্বালানি সংগ্রহে চাম্বুল গাছের শুকনো ডাল কাটতে গাছে উঠেছিলেন। শুক্রবার দুপুরে গাছ থেকে পড়ে তিনি আহত হন। তার পরিবার সূত্রে জানতে পেরেছি, শনিবার দুপুরে ঢাকা পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম