ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তবে অসমতল মাঠে নির্বাচন দিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতারিত করেছে প্রশাসন। তিনি প্রশ্ন রেখে বলেন, ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানো হয়েছে- এটি কীভাবে চাপা দেওয়া হবে? গতকাল বিকালে রাজধানীর মিরপুর-১ নম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম কাজী আসাদুজ্জামানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, সবার আশা থাকে যে বর্তমান সরকারের আমলে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হবে। তবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে একটি নির্দিষ্ট শ্রেণি অসৎ কর্মকাণ্ড চালাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের এসব কর্মকাণ্ডে নজর রাখা উচিত ছিল। এ প্রক্রিয়া চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন।
এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘শেখ হাসিনা বিভিন্ন কৌশলে মানুষের মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করেছেন। তাকে সরাতে সক্ষম হয়েছি, তবে সামনে এখনো নানা ষড়যন্ত্র চলছে। বিএনপি এমন রাজনীতি চায় যেখানে গণতন্ত্র থাকবে এবং মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার পাবে। নির্বাচনে বিভেদ ভুলে সবাইকে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে।’