আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড মুখোমুখি হয়েছে ১৬ বার। দুই দেশের লড়াইয়ে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের দিকেই। এখন পর্যন্ত ১১ ম্যাচে জিতেছে টাইগাররা। আর আইরিশরা জিতেছে দুই ম্যাচ। তিন ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ ও আয়ারল্যান্ড ব্রিজটাউনে, ২০০৭ সালের ১৫ এপ্রিল প্রথমবার ওয়ানডে খেলেছিল।