এটিপি ফাইনালস হলো বছরের শেষ মর্যাদাপূর্ণ টেনিস প্রতিযোগিতা। এ টেনিস টুর্নামেন্টে লড়াই করেন শীর্ষ আট তারকা। বছর শেষে (জানুয়ারি থেকে এটিপি ফাইনালস পর্যন্ত) ১ নম্বর খেতাবটি ধরে রাখার জন্যই এটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এমন টুর্নামেন্টে জিতে শীর্ষস্থান ধরে রাখতে জ্যানিক সিনার প্রতিদ্বন্দ্বিতা করছেন কার্লোস আলকারাজের। গতকাল সকালে বর্তমান চ্যাম্পিয়ন সিনার এ বছরের এটিপি ট্যুর ফাইনাল শুরু করেছেন দুরন্ত পারফরম্যান্সে। অষ্টম বাছাই ফেলিক্স অগার-আলিয়াসিমের বিপক্ষে ৭-৫, ৬-১ গেমের সহজ জয় পেয়েছেন গত সপ্তাহে প্যারিস মাস্টার্সের শিরোপাজয়ী সিনার। প্যারিস মাস্টার্সের ফাইনালেও কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমকে হারান চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সিনার। এ ট্রফি জিতে স্প্যানিশ আলকারাজকে পেছনে ফেলে আবার শীর্ষে ওঠেন এ ইতালিয়ান।
গত সেপ্টেম্বরে ইউএস ওপেনের ফাইনালে চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জয়ী সিনারকে হারিয়ে শীর্ষস্থান দখল করেন আলকারাজ।