জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে পৌঁছে গেছে দিনাজপুর জেলা। গতকাল কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে চট্টগ্রামকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে দিনাজপুর। দলটির পক্ষে মিলন ইসলাম দুটি এবং সাগর মোহন্ত একটি করে গোল করেন। চট্টগ্রামের পক্ষে জাহেদুল ও আকতারুজ্জামান একটি করে গোল করেন। জাতীয় চ্যাম্পিয়নশিপের অপর সেমিফাইনালে আজ সিরাজগঞ্জ ও যশোর জেলা দল মুখোমুখি হবে। প্রতিযোগিতার ফাইনাল হবে ২২ নভেম্বর।