তুরস্কের নজিরবিহীন জুয়ার কেলেঙ্কারির ঘটনায় রীতিমতো ঝড় উঠেছে ফুটবল অঙ্গনে। চলতি মাসে পেশাদার ফুটবল লিগে জুয়ায় জড়িত থাকার অভিযোগে ১৪৯ রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। এবার এ ঘটনায় সোমবার গ্রেপ্তার করা হয়েছে আটজনকে, তাদের মধ্যে রয়েছেন শীর্ষ লিগ ক্লাব এইউপস্পোরের চেয়ারম্যান মুরাত ওজকায়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, আদালতের নির্দেশে এইউপস্পোর চেয়ারম্যানসহ আটজনকে আটক করা হয়েছে। ঘটনার পর তুরস্ক ফুটবল ফেডারেশন কঠোর পদক্ষেপ নিয়েছে। দেশের সব স্তরের লিগ থেকে ১ হাজার ২৪ ফুটবলারকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। টিএফএফ এক বিবৃতিতে জানায়, ‘১ হাজার ২৪ খেলোয়াড়কে তদন্তাধীন হিসেবে শৃঙ্খলা কমিটিতে পাঠানো হয়েছে। ক্লাবগুলোর স্কোয়াড পূরণের সুবিধার জন্য আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি, যাতে ২০২৫-২৬ মৌসুমের শীতকালীন দলবদলের সঙ্গে অতিরিক্ত ১৫ দিনের সময় বাড়ানো যায়।’ অন্যদিকে গত শুক্রবার থেকে আটক থাকা আরও ১১ রেফারিকে গত সোমবার আদালতের তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয়েছে।