সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টেস্ট। অন্যদিকে কক্সবাজার, খুলনা ও চট্টগ্রামে শেষ হয়েছে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলা। গতকাল শেষ হওয়া ম্যাচে জয় পেয়েছে খুলনা ও বরিশাল। খুলনা স্টেডিয়ামে বরিশাল ৫৪ রানে হারিয়েছে রাজশাহী বিভাগকে। জাতীয় ক্রিকেটে রাজশাহীর এটা দ্বিতীয় হার এবং বরিশালের প্রথম জয়। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সৌম্য সরকারের অলরাউন্ডিং পারফরম্যান্সে খুলনা ২ উইকেটে হারিয়েছে চট্টগ্রামকে। তিন ম্যাচে খুলনার এটি দ্বিতীয় জয় এবং চট্টগ্রামের প্রথম হার। ড্র হয়েছে সিলেট-রংপুর এবং ময়মনসিংহ-ঢাকা ম্যাচ। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল দুই ইনিংসে করেছিল যথাক্রমে ২১২ ও ২৬৮ রান। রাজশাহী প্রথম ইনিংসে ২৩৫ রান করে। ২৪৬ রানের টার্গেটে ১৯১ রানে গুটিয়ে হেরে যায় ৫৪ রানে। বন্দরনগরী চট্টগ্রামে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক চট্টগ্রাম ৩৫১ রান করে। খুলনার প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ২৮১ রান। ৭০ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ১৬৬ রানে অলআউট হয় চট্টগ্রাম। ২৩৭ রানের টার্গেটে খুলনা ৮ উইকেট হারিয়ে জিতে নেয়। ম্যাচসেরা সৌম্য ৯১ ও ৭১ রানের পাশাপাশি ১ উইকেট নেন। কক্সবাজারে দুই ইনিংসে সিলেটের সংগ্রহ ছিল ১৯৯ ও ৯ উইকেটে ২৯৪ রান। জবাবে রংপুরের সংগ্রহ ছিল ২৪৫ ও ৪ উইকেটে ১২২ রান। উভয়ের ৩টি করে ড্র হয়েছে। কক্সবাজারে ময়মনসিংহ-ঢাকা ম্যাচ ড্র হয়েছে। ময়মনসিংহের উভয় ইনিংসে সংগ্রহ ৩৩৬ ও বিনা উইকেটে ৯৭। ঢাকার সংগ্রহ ৩৮৮। দুই দলই এখন পর্যন্ত হার ও জেতার স্বাদ পায়নি।