মধ্যরাতে রাজধানীতে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে। সোমবার রাতে রাজধানীর পৃথক স্থানে এসব অগ্নিকাণ্ড ঘটে।
এদিকে সোমবার রাত ৩টায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় বাসচালক জুলহাস মিয়া (২৬) পুড়ে অঙ্গার হয়েছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, রাজধানীর যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি এবং উত্তরা খালপারে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, রাত ১টায় রায়েরবাগে, ২টায় যাত্রাবাড়ী এবং ভোর ৪টায় সোনারগাঁও জনপথের খালপারে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল। যদিও অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
গতকাল সন্ধ্যা ৬টায় পুরান ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। এদিকে সোমবার রাত ১১টায় বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, সোমবার রাত ৩টায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসচালক জুলহাস মিয়া (২৬) নামে একজন পুড়ে অঙ্গার হয়েছেন। উপজেলার ভালুকজান পেট্রোলপাম্পের সামনে আলম এশিয়া নামে বাসটিতে আগুন দেওয়া হয়। জুলহাস পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ভালুকজান মহল্লার আবদুল বারেকের ছেলে।
এ ছাড়া এ ঘটনায় বাসের যাত্রী শাহিদ ইসলাম বাদশা (২০) ও তার মা শারমিন সুলতানা রুমকি দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন বলেছেন, আওয়ামী লীগের ডাকা লকডাউনে নাশকতা করতে টাকা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
গতকাল দুপুরে প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের পুলিশ সুপার আবদুল জলিল জানান, সারা দেশ অচল করার লক্ষ্যে আওয়ামী লীগ ও মহিলা যুবলীগের কর্মীরা ৯ নভেম্বর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি ফারুক হোসেনের মদদে হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় শহরের ঝিলটুলী এলাকায় অবস্থিত নুরজাহান টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। লকডাউন কর্মসূচি সফল করার জন্য নিক্সন চৌধুরী ফারুক হোসেনকে ৫ লাখ টাকা দিয়েছেন এবং সে টাকার মধ্যে ৪ লাখ ফারুক হোসেন এক ব্যক্তিকে দিয়েছেন বলে জানান। সেই ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।