পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি মো.নাজমুল হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়। নাজমুলকে বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন কলাপাড়া থানার এসআই মো.কামরুজ্জামান।
এর আগে ‘ডেভিল হান্ট’ অভিযানে উপজেলা আওয়ামী লীগ কর্মীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে কলাপাড়া ও মহিপুর থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/নাজিম