রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদে গাঁজা সেবনকালে সাত শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটক শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তামিম, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাহিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাঈম, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাবিত এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাব্বির ও ইমরান।
সোহরাওয়ার্দী হল সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) কাউছার হাবীব বলেন, “আমরা দায়িত্ব পাওয়ার পর থেকেই নজর রাখছি কে কোথায় গাঁজা সেবনের মতো জঘন্য কাজ করছে। আগে হলে মাদকবিষয়ক কোনো বিজ্ঞপ্তি না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। গতকাল প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর আজ আমরা হল সংসদের সদস্যরা মিলে অভিযানে যাই। হঠাৎ আমাদের দেখে তিন–চারজন দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন আমরা তাদের ধরে প্রশাসনের হাতে তুলে দিই।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসাইন বলেন, “হলে মাদক সেবন ও সংরক্ষণ আইনত অপরাধ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
বিডি প্রতিদিন/আশিক