রাজধানীতে আট ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ ও পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সৌরভের লাশ উদ্ধার করেছে পুলিশ। গুলশান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় সৌরভ ও মোহাম্মদপুরের একটি বাসা থেকে সাব্বিরের লাশ উদ্ধার করা হয়। লাশ দুটির ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সৌরভের পরিবারের দাবি, সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাত একটার দিকে গুলশানে বিএনপির পার্টি অফিস থেকে বাসায় ফেরার পথে লেকের পাশে দুর্বৃত্তরা তাকে একাধিকবার ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ভাই সাইফুল ইসলাম জানান, সৌরভ ঢাকায় কেন এসেছিলেন তা জানত না পরিবারের সদস্যরা। এ ঘটনায় সৌরভের ভগ্নীপতি মাসুম বিল্লাহ গুলশান থানায় একটি হত্যা মামলা করেছেন।
বাউফল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যা। হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা হয়েছে। আসামিদের শনাক্তে কাজ চলছে। এদিকে, গতকাল সকাল ৯টার দিকে মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে ছাত্রদল নেতা সাব্বির আহমেদের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের হাত বাঁধা অবস্থায় ছিল বলে জানায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিক আহমেদ জানান, সকালে কয়েকজন যুবক লাশটি নিয়ে আসে। লাশের হাত বাঁধা ঝুলন্ত অবস্থায় ছিল বলে তারা জানিয়েছে।
তারা আরও জানায়, সাব্বির একটি মেসে থাকতেন। ভিতর থেকে দরজা বন্ধ ছিল। দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। আমরা তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছি।