এশিয়া কাপের আনুষ্ঠানিকতার ম্যাচে তৈরি হলো অবিশ্বাস্য এক থ্রিলার। পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের ২০৩ রানের লক্ষ্য ছুঁয়ে টাই করে ফেরে শ্রীলঙ্কা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। অবশ্য সুপার ওভারে পেরে ওঠেনি লঙ্কানরা। প্রথমে ব্যাট করে ২ উইকেটে মাত্র ২ রান তোলে লঙ্কানরা। জবাবে প্রথম বলেই তিন রান নিয়ে জয় নিশ্চিত করেন ভারত।
এদিন, টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ভারত। পুরো টুর্নামেন্টের মতো এবারও বিধ্বংসী শুরু করেন ইনফর্ম অভিষেক শর্মা। ৩১ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬১ রান করেন বাঁহাতি ওপেনার। সঞ্জু স্যামসন খেলেন ২৩ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস। ৩৪ বলে ৪৯ রান যোগ করেন অপরাজিত তিলক ভার্মা।
শেষ দিকে অক্ষর প্যাটেলের ২১ রানের সুবাদে ২০২ রান তোলে ভারত। লঙ্কানদের হয়ে একটি করে উইকেট ঝুলিতে তোলেন মাহিশ থিকসানা, দুশমন্থ চামিরা, ভানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা ও চারিথ আসালাঙ্কা।
জবাবে পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে টেক্কা দেয় লঙ্কানরা। ব্যক্তিগত ইনিংসে ৫৮ বলে ১০৭ রানের ইনিংসে লঙ্কানদের জয়ের খুব কাছাকাছি নিয়ে যান নিশাঙ্কা। তাকে যোগ্য সঙ্গ দেন কুশল পেরেরা (৫৮)। শেষ বলে ৩ রানের প্রয়োজন হলে দুই রানেই থেমে যায় লঙ্কানরা। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
আর্শদীপের করা সুপার ওভারে দুই রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। প্রথম বলে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরে যান কুশল পেরেরা। এরপর পঞ্চম বলে ফিরে যান শানাকা। জবাবে ওয়ানিন্দু হাসারাঙ্গার করা ওভারের প্রথম বলে অনায়সেই তিন রান নিয়ে দল জেতান সূর্যকুমার যাদব। রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।
বিডি প্রতিদিন/কেএ