চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ে বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ডাকভাঙা পাহাড় এলাকা থেকে শিশুদের উদ্ধার করে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। এই অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের পুরষ্কারের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে আবরার উদ্দীন ইশরাক (১১), মাহাতাফ মঞ্জুর চৌধুরী (১১), কৃতশিক দাশ স্বপ্নীল (১২), মোহাম্মদ জিনান (১১), মোহাম্মদ বিন মাহমুদ (১১), আকতার (১২) ও মো. সাইদ (১২) বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পুলিশের কাছে খবর দেন। পরবর্তীতে বাঁশখালী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শুক্রবার রাতেই তল্লাশি অভিযান শুরু করে। পরে শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে ডাকভাঙা পাহাড় থেকে সাত শিশুকে উদ্ধার করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, পুলিশ রাতভর অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে।
বিডি প্রতিদিন/এএম