শার্শার রামপুর হাইস্কুল মাঠে শনিবার বিকালে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান।
ফাইনাল খেলার প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাংসদ মফিকুল হাসান তৃপ্তি। খেলাটি শুরু হওয়ার আগে স্বাগত বক্তব্যে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব। দেশের যুবকদের জন্য তিনি স্বপ্ন দেখতেন। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য তিনি ফুটবল ও ক্রিকেটের আয়োজনের মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করতেন। তাঁর অসমাপ্ত স্বপ্ন পূরণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।”
ফাইনাল ম্যাচে জামতলা ফুটবল একাদশ এবং নাভারন ফুটবল একাদশ অংশ নেয়। উত্তেজনাপূর্ণ খেলায় কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারের মাধ্যমে জামতলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদের আয়োজন ও পরিচালনায় খেলাটি উপভোগ করেন হাজারো দর্শক। ট্রফি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন, সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু সহ প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক