সিলেট মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে প্রশাসনের কঠোর উদ্যোগ ঘিরে শ্রমিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি শোডাউন হয়েছে। গতকাল পরিবহন শ্রমিক সংগঠন ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ ও বিভিন্ন স্থানে যানবাহনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। অন্যদিকে ব্যাটারিচালিত রিকশার বৈধতার দাবিতে সমাবেশ করেছে রিকশা সংগ্রাম পরিষদ। দুই পক্ষের পাল্টাপাল্টি শোডাউনের দিনে বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নগরীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের তাণ্ডব ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় এ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১২টায় নগরীর বন্দর বাজারে সমাবেশ করে পরিবহন শ্রমিক সংগঠন। সমাবেশে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম বলেন, ‘৭ অক্টোবরের মধ্যে ব্যাটারিচালিত রিকশা ও টমটম চলাচল বন্ধ এবং শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা না হলে ৮ অক্টোবর থেকে সিলেটের সর্বত্র পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন।’ তাঁর অভিযোগ, প্রশাসনের অভিযান কেন্দ্র করে বুধবার উপশহরে মাইক্রোবাসস্ট্যান্ডে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকরা হামলা চালিয়েছেন। পাশাপাশি তাঁরা কোর্ট পয়েন্টে একাধিক সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছেন। অন্যদিকে বেলা ১টার দিকে সিলেট মহানগরে শোডাউন করেন ব্যাটারিচালিত রিকশাশ্রমিকরা। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেটের ব্যানারে চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে আট দফা দাবি তুলে ধরেন তাঁরা। দাবির মধ্যে ছিল ব্যাটারিচালিত রিকশার বৈধতা, লাইসেন্স ও রুট পারমিট বিআরটিএর অধীনে রাখা, পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারে ভর্তুকি দেওয়া, স্বল্পগতির যানবাহনের জন্য পৃথক লেন নির্মাণ এবং আটক যানবাহন ছেড়ে দেওয়া।
এদিকে গতকাল বিকালে সিলেট জেলা বাসদের আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার নগরীর বিভিন্ন স্থানে যানবাহনে হামলার ঘটনায় মো. আবুল কালাম ও মো. রুবেল নামে দুই ব্যক্তি থানায় মামলা করেন। ওই মামলায় আবু জাফর ও প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করা হয়েছে।