ইংলিশ প্রিমিয়ার লিগে শুরু থেকেই দুর্দান্ত ফর্ম দেখানো লিভারপুল অবশেষে থামল। শনিবার (২৭ সেপ্টেম্বর) সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরে লিগে প্রথম পরাজয়ের স্বাদ নিলো জার্জ ক্লপের দল।
ম্যাচের শুরুতেই নবম মিনিটে ক্রিস্টাল প্যালেসের ইসমাইলিয়া সার গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। লিভারপুল অবশ্য পুরো ম্যাচে বলের আধিপত্য বিস্তার করলেও (৭৩ শতাংশ পজেশন) প্রথমার্ধে গোল করতে পারেনি। ম্যাচের ৮৭তম মিনিটে ফেডেরিকো চিয়েসা গোল করে সমতা ফেরালেন। কিন্তু যোগ করা সময়ে এডি এনকেটিয়াহের জোরালো শট ক্রিস্টাল প্যালেসকে জয় এনে দেয়।
এই জয়ে ক্রিস্টাল প্যালেস টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ডের সমান করল এবং প্রিমিয়ার লিগে এবারের আসরে একমাত্র অপরাজিত দল হিসেবে রয়ে গেলো। অন্যদিকে, লিভারপুলের লিগের ৬ ম্যাচে ৫ জয় ১ পরাজয়ের স্ট্যাটাস থেকে যায়, তবু তারা শীর্ষস্থান ধরে রেখেছে।
বিডি প্রতিদিন/মুসা