ঝিনাইদহের মহেশপুরে ৪টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার বিকেল ৩টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের কাকিলাদাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৭৭৬ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।
গ্রেফতারকৃতরা হলেন—কালীগঞ্জ উপজেলার খৈদ্দরায় গ্রামের কার্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৫) ও কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে শ্রী রনজিত বিশ্বাস (২৫)।
৫৮ বিজিবির সিও কর্নেল রফিকুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কালীগঞ্জ থেকে জীবননগরগামী হাজি ডিলাক্স এক্সপ্রেস বাসে স্বর্ণ পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা মহেশপুর সীমান্তের কাকিলাদাড়ী বাজারে অবস্থান নেন। পরে বাসে তল্লাশি চালিয়ে সৌরভ বিশ্বাসকে আটক করা হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী, অপর চোরাকারবারি শ্রী রনজিত বিশ্বাসকে একটি হিরো হোন্ডা মোটরসাইকেলসহ আটক করা হয়। মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে ৪টি স্বর্ণের বার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/আশিক