ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার প্রসাধনী জব্দ করেছে পুলিশ। এ সময় মোজাজিদ (২৩) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আশুগঞ্জ থানা পুলিশ। এর আগে, রবিবার গোলচত্বর এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোজাজিদ যশোরের শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব প্রসাধনী জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ৫৩ হাজার ৫০৮ পিস সালফেট ক্রিম, তিন হাজার ১২০ পিস ফেসওয়াশ, ৩২৪ পিস লোশন এবং দুই হাজার ৩০৪ পিস সফট ক্রিম।
বিডি-প্রতিদিন/মাইনুল