গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে মোঃ সাকিব (১৬) নামে এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ইউনিয়নের নিতাই মাস্টারের বাড়ির পাশের একটি বিল থেকে মরদেহটি পাওয়া যায়।
নিহত সাকিব প্রহলাদপুর ইউনিয়নের আশুলিয়া পাড়া গ্রামের প্রবাসী বকুল মিয়ার ছেলে। স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করলেও সংসারের হাল ধরতে অটোরিকশা চালাতেন।
পরিবারের অভিযোগ, শুক্রবার স্থানীয় সুমন নামের এক যুবক সাকিবকে রিসোর্টে যাত্রী নিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ। পরদিন স্থানীয়রা কাশবনের পাশে সাকিবের জুতা ও টাউজার দেখে সন্দেহ করে এবং বিলের পানিতে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের কাছাকাছি একটি অটোরিকশাও পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/আশিক