কলম্বোর রেসকার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত যুব সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়নের স্বপ্ন শেষ হলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের। নির্ধারিত সময় ২-২ গোলের ড্র হলেও টাইব্রেকারে ভারতের কাছে ৪-১ গোলে পরাজিত হয়ে তৃতীয়বারের মতো রানার্সআপ হতে হলো।
ম্যাচ শুরু হতেই চার মিনিটে ভারত প্রথম গোল করে লিড নেয়। বাংলাদেশের একজন খেলোয়াড়ের শরীরে বল লেগে ডি-বক্সে থাকা ভারতের দালালমুই গ্যাংতে গোল করেন। এরপর ২৫ মিনিটে মোহাম্মদ মানিক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে হেড দিয়ে সমতা ফিরিয়ে আনেন।
৩৮ মিনিটে আবারও এগিয়ে যায় ভারত, আজলান শাহ গোল করেন। তবে বাংলাদেশের গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ বেশ কয়েকটি সুযোগ রক্ষা করেন।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ পাওয়ার পরেও গোল করতে পারেনি। ৫১ মিনিটে নাজমুলের শট বারে লেগে ফিরে আসে এবং ৫৫ মিনিটে সাব্বির ইসলামের শট পোস্টের বাইরে যায়। ম্যাচের শেষ দিকে বেশ কয়েকবার ভারতীয় গোলরক্ষক ম্যাচ বাঁচান।
৮৭ মিনিটে নাজমুলের কর্নার থেকে ভারতের একটি হাত লেগে যাওয়ায় বাংলাদেশ পেনাল্টির দাবি করলেও রেফারি তা মানেননি। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ঈশান হাবিব রিদুয়ান সমতা ফেরান এবং বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসেন।
তবে টাইব্রেকারে ভারত চারটি শট থেকে চারটি গোল করে ৪-১ ব্যবধানে জয়ী হয়। বাংলাদেশ তিনটি শটে মাত্র এক গোল করতে পারে। এই ফলাফলে বাংলাদেশ আবারও রানার্সআপ হিসেবে মাঠ ছাড়ল, আর ভারতের কাঁধে উঠে গেল যুব সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট।
বিডি প্রতিদিন/মুসা