বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে লড়তে নির্বাচকের দায়িত্ব ছাড়লেন আব্দুর রাজ্জাক। শনিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক এই স্পিনার। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নিয়েছেন তিনি।
নির্বাচকের দায়িত্ব ছেড়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আজ সিলেট থেকে ঢাকায় আসেন রাজ্জাক। পরে বিসিবিতে পৌঁছে নিজের পদত্যাগ পত্র জমা দেন। বিসিবিও তা গ্রহণ করেছে।
আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালক পদের মনোনয়ন ফরম বিক্রি চলছে। আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন হবে।
বিডি প্রতিদিন/এমআই