মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘বিশ্ব পর্যটন দিবস’ উদযাপিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার রাধানগর এলাকায় পর্যটন কল্যাণ পরিষদ ও ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
এদিন সকালে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট ও গলফের সামনে থেকে একটি র্যালির বের করা হয়। পরে রাধানগরের প্যারাগন হোটেলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য ও ত্রিপুরা আদিবাসীদের ট্রেডিশনাল নৃত্য পরিবেশন করা হয়। সড়কে একটি গাছের চারা রোপন করা হয়।
আয়োজকরা বলেন, ‘সঠিক পরিকল্পনার মাধ্যমে টেকসই পর্যটন গড়ে তোলা গেলে দেশের অর্থনীতি ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ