বগুড়ায় হত্যা মামলার আসামি ও ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু (৪৩) গ্রেপ্তারের সময় হামলার শিকার হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বগুড়া সদর উপজেলার মানিকচক কর্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার আসামি মিন্টুকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়। এসময় এলাকার লোকজন সেখানে জড়ো হয় এবং অজ্ঞাতনামা কিছু দুর্বৃত্ত মিন্টুর ওপর আক্রমণ চালিয়ে ছুরি দিয়ে আহত করে পালিয়ে যায়।
ওসি বলেন, আহত মিন্টুকে চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে নেওয়া হয়েছে। মিন্টুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল