বগুড়ার গাবতলীতে কারিগরি কলেজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আইডিয়াল কেজি স্কুল মাঠে কারিগরি কলেজ কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।
জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বগুড়া কলেজের অধ্যক্ষ এ কে এম মঈন উদ্দিন, গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, সৈয়দ আহম্মেদ কলেজের সহকারী অধ্যাপক মনজুরুল আলম রাসেল।
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার উপ পরিচালক ফারুক আহমেদ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপপরিচালক নায়েম রওশন আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাবতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফসার আলী মিজু, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ