বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, ‘যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই।’
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল ময়দানে দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বরকতউল্লাহ বুলু বলেন, ‘বাংলাদেশের মানুষ পিআর (Proportional Representation) কাকে বলে জানে না। আপনি ভোট দেবেন একজনকে, কিন্তু জনপ্রতিনিধি হবেন অন্য কেউ- এটা জনগণের সঙ্গে প্রতারণা। ভোট শুধু মার্কা না, এটি ভোটার ও নেতার মধ্যে এক আত্মিক সম্পর্ক।’
তিনি আরও বলেন, ‘মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণার ভিত্তিতেই মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সৃষ্টি করে বাংলাদেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি চালিকাশক্তিতে রূপান্তর করেন। স্বল্পসুদে ঋণ দিয়ে গার্মেন্টস শিল্প গড়ে তোলার পথও তিনি প্রশস্ত করেন।’
আগামী নির্বাচন প্রসঙ্গে বরকতউল্লাহ বুলু বলেন, আগামী ফেব্রুয়ারিতে ব্যালট বিপ্লবের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবো, ইনশাআল্লাহ।’
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। প্রধান বক্তা ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আর সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
বিডি প্রতিদিন/জামশেদ