বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শনিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ার দাখিল মাদরাসা মিলনায়তনে উপজেলা মৎস্যজীবী দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন প্রিন্স।
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলমীর নেতৃত্বে ইসলামী আন্দোলনসহ কয়েকটি দলের আন্দোলনকে হটকারী ও অশুভ উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, আন্দোলনের নামে তারা দেশকে অস্থিতিশীল ও সংঘাতের দিকে ধাবিত করে আসন্ন নির্বাচনকে অনিশ্চিত করতে চায়।
তিনি আরও বলেন, পরস্পর বিরোধী এই দু’টি দলের নেতারা আগে একে অপরের বিরুদ্ধে বিদেশি দালালির অভিযোগ করতেন। হঠাৎ তাদের এই ঐক্য কোন দেশের প্রেসক্রিপশন অনুযায়ী হয়েছে, জনগণ তা জানতে আগ্রহী। বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি।
তিনি মৎস্যজীবী দলের নেতাকর্মীদের প্রতিটি গ্রামে-গ্রামে ও ঘরে-ঘরে যাওয়ার কর্মসূচি নেয়ার আহ্বান জানান। তিনি ঘরে-ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার আহ্বান জানান।
তিনি বলেন, তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে দেশ প্রেমিক কাফেলার নেতা। আসুন, বাংলাদেশপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে দেশ প্রেমিক কাফেলা জোরদার করি এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলি।
ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মনিকের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম মিয়ার সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আলী সাকিব।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান মনিককে সভাপতি, শামীম মিয়াকে সাধারণ সম্পাদক, শফিকুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুস শহীদ তালুকদারকে সহ-সভাপতি, সাইফুল ইসলাম বুলবুলকে সাংগঠনিক সম্পাদক করে ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত