বাকেরগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বরিশাল-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রবাসীসহ সাত নেতা। তাঁরা হলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, সাবেক ছাত্র ও যুবদল নেতা মো. নুরুল ইসলাম খান মাসুদ, যুবদলের কেন্দ্রীয় সদস্য মো. কামরুজ্জামান নান্নু, ঢাকা দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি গোলাম মাওলা শাহীন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ সিকদার, বরিশাল বিভাগের সাবেক সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান ও যুক্তরাষ্ট্রের নিউজার্সি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সোলায়মান সেরনিয়াবাত। এ ছাড়া মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও খেলাফত মজলিসের মাওলানা মাহমুদুর রহমান। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বলেন, ‘৩৫ বছর ধরে বিএনপির রাজনীতি করছি। দল যে গুণের ভিত্তিতে প্রার্থী করবে, সে গুণগুলো আমার মধ্যে রয়েছে। আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে।’ নুরুল ইসলাম খান মাসুদ বলেন, ‘বিগত ১৭ বছর রাজপথে ছিলাম। বাকেরগঞ্জের মানুষ আমাকে ভালোবাসেন। মনোনয়ন পেলে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করব। আমি হব সাধারণ মানুষের আপনজন ও বিপদের বন্ধু।’
জামায়াতের মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। চব্বিশ জুলাই-পরবর্তী তরুণরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এগিয়ে আসছে। প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছি।’