রাজশাহীতে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় রাজশাহীর একটি হোটেলে সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে এ গোলটেবিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী, বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবা প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গঠনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কর্মক্ষেত্রে যৌন হয়রানি, আর্থিক নিয়ন্ত্রণের অভাব এবং পারিবারিক দায়িত্ব নারীর অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। সামাজিক ক্ষেত্রে নারীর শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান থাকলেও অনেক ক্ষেত্রে এখনো তাদের অধিকার ও সুযোগ সীমাবদ্ধ। বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ জরুরি। নারীদের ক্ষমতায়নে কর্মমুখী প্রশিক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ ও বৈষম্যহীন সামাজিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তারা।