রংপুরের বদরগঞ্জের আশরাফুল ইসলামকে ঢাকায় ২৬ টুকরা করে হত্যার ঘটনায় করা মামলার আসামিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। গতকাল উপজেলার গোপালপুর ইউনিয়নবাসী এবং নিহতের পরিবার বিক্ষোভ ও মানববন্ধন করে আসামিদের দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন। হত্যা মামলার প্রধান আসামি জরেজুল ইসলাম, শামীমাসহ জড়িত সব ঘাতকদের দ্রুত বিচারের দাবিতে গোপালপুর হাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গ্রামবাসী, ব্যবসায়ী ও নিহতের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আশরাফুলের বাবা আবদুর রশিদ, মা এশরা বেগম, স্ত্রী লাকি বেগম, বোন মামলার বাদী আনজিরা বেগম, গোপালপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় তারা সুষ্ঠু তদন্তসাপেক্ষে হত্যাকাে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর হাই কোর্ট এলাকায় নীল রঙের দুটি ড্রামের ভিতর থেকে আশরাফুলের ২৬ টুকরা খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে নিহতের পরিচয় নিশ্চিত হয় সিআইডির ক্রাইম সিন ইউনিট। এ ঘটনায় করা মামলায় আশরাফুল হকের বাল্যবন্ধু জরেজুল ইসলাম ও বান্ধবী শামীমাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন রিমান্ডে আছেন।