দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। শনিবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১৩ রংপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান বলেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব প্রস্তুত রয়েছে। কুড়িগ্রাম জেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গাপূজা সমাপনী দিন পর্যন্ত র্যাবের টহল টিম জোরদার থাকবে।
এ সময় কুড়িগ্রাম জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুভাষ চন্দ্র সরকার, সদস্য সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য, যুগ্ম আহ্বায়ক বিমল ঘোষ, রাজারহাট উপজেলা সদস্য সচিব সুজন কুমার রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র রায় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এ বছর কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় মোট ৫৩৭টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল