দেশীয় ফার্নিচারশিল্পের উৎকর্ষতা প্রদর্শনের লক্ষ্যে আগামী ১৪ অক্টোবর থেকে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে ২০তম জাতীয় ফার্নিচার মেলা-২০২৫। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে এ বছর আরো বৃহৎ পরিসরে এই মেলার আয়োজন করা হয়েছে।
এ বছরের মেলাটি বিগত বছরের তুলনায় আরো বিস্তৃত আকারে সাজানো হচ্ছে। মোট তিনটি হলে—হল-১ গুলনকশা, হল-২ পুষ্পগুচ্ছ এবং হল-৩ রাজদর্শনে মেলার আয়োজন করা হয়েছে।
মেলা চলবে ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা। দর্শনার্থীদের সুবিধার্থে প্রতিবছরের মতো এবারও কোনো প্রবেশমূল্য রাখা হয়নি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিল্প মেলায় এবার মোট ৪৮টি স্বনামধন্য ফার্নিচার প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। হাতিল, নাভানা, পারটেক্স, অটবি, নাদিয়া, ওমেগা, আখতার, ব্রাদার্স, রিগালসহ দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। তাদের নতুন ডিজাইন ও উন্নতমানের পণ্য প্রদর্শন করবে। ফার্নিচারের পাশাপাশি ঘর সাজানোর আনুষঙ্গিক পণ্যসামগ্রীও প্রদর্শিত হবে।
বিডি প্রতিদিন/হিমেল