বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ-এর ৯ম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরের কাপাসিয়ায় পালিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বাদ আছর হান্নান শাহ’র ঘাগটিয়ার নিজ বাড়িতে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কোরআন খানি, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল।
কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরার। এসময় উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা আব্দুল করিম বেপারী, জেলা ও উপজেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু প্রমুখ।
বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ব্রিগেডিয়ার হান্নান শাহ, তাঁর সহধর্মিণী ও আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফিরাত কামনা এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ সিদ্দিক হোসাইন।
এর আগে শাহ রিয়াজুল হান্নান রিয়াজের নেতৃত্বে কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, প্রয়াত নেতা আ স ম হান্নান শাহ ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
বিডি প্রতিদিন/আশিক