চলতি মৌসুমে বাংলাদেশি ইলিশ নিয়ে পশ্চিমবঙ্গে যে উচ্ছ্বাস ছিল তা আপাতত ম্লান। বাজারে বাংলাদেশি ইলিশের তেমন জোগান নেই, থাকলেও চাহিদা কম। এর মূল কারণ অত্যধিক দাম। চড়া দামের কারণে ভোজনরসিকদের নাভিশ্বাস। এমনকি পাইকারি বাজার থেকে মাছ কিনতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরাও। ফলে আমদানিকারকরা পড়েছেন দ্বিধায়! খোঁজ নিয়ে জানা যায়, ১৮ সেপ্টেম্বর হাওড়ার পাইকারি মাছের বাজারে প্রবেশ করে বাংলাদেশি ইলিশ। পরদিন বাজারে তুললেও সাড়া মেলেনি ক্রেতাদের। তারা কিনছেন কম দামের গুজরাটের ইলিশ। কলকাতার বাজারগুলোতে ডায়মন্ড হারবার, গুজরাট ও মিয়ানমারের ইলিশের দাম তুলনামূলকভাবে কম। পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ৭০০ রুপিতে। অন্যদিকে ১ কেজির বেশি ওজনের বাংলাদেশি ইলিশ বিক্রি হচ্ছে ২০০০-২৫০০ রুপিতে। হাওড়ার কদমতলা বাজারের এক ব্যবসায়ী জানান, বাংলাদেশি ইলিশের দাম বেশি। ক্রেতারা কিনতে চান না। তাই গুজরাটি বা অন্য ইলিশ কিনে ফিরে যান।
পশ্চিমবঙ্গ ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ৪০০ থেকে ৫০০ টন ইলিশ আনার আশা ছিল কিন্তু এনেছি ৮০ টনেরও কম। পাইকারি বাজারে প্রতি কেজি ১৯০০-২০০০ রুপিতে এবং খুচরা বাজারে ২২০০-২৫০০ রুপিতে বিক্রি হচ্ছে। দাম বেশি থাকার কারণে চাহিদা একেবারেই তলানিতে।