পয়লা ফেব্রুয়ারি বইমেলা শুরু করার দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন একুশে বইমেলা সংগ্রাম পরিষদের কর্মীরা। পাশাপাশি স্টলভাড়া কমানোর দাবিও জানান তারা। গতকাল ১০ সদস্যের একটি প্রতিনিধিদল রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদের কাছে এই স্মরকলিপি দেন।
এর আগে শাহবাগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সাহিত্যিক, পাঠক ও প্রকাশকরা বলেন, ৫৪ বছর ধরে সুনামের সঙ্গে এবং সময়মতো বইমেলা অনুষ্ঠিত হয়েছে, করোনাকালীনও থেমে থাকেনি বইমেলা। আমরা চাই বইমেলা ১ ফেব্রুয়ারি থেকেই শুরু হোক। আর প্রকাশকদের স্টলভাড়া ৫০ শতাংশ কমানো হোক। সরকার যদি আমাদের দাবি পূরণ না করে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।
এ সময় বইমেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান লাল্টুর সভাপতিত্বে ও প্রকাশক নেতা কবি দেলোয়ার হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন-জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারী, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, জাতীয়তাবাদী লেখক ফোরামের সম্পাদক অধ্যাপক শহীদ আজাদ, বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির সাবেক সভাপতি আলমগীর শিকদার লোটন, উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কামরুজ্জামান ভূঁইয়া, সমাজচিন্তা ফোরামের কামাল হোসেন বাদল, ভাসানী পরিষদের হারুন অর রশিদ, নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের দীপা খন্দকার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক জাকির হোসেন, কবি কৌমুদী নার্গিস প্রমুখ।