‘টেকসই উন্নয়নে পর্যটন’ এমন প্রতিপাদ্য বিষয় নিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বর্নাঢ্য র্যালী ও আলোচনার সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। শনিবার সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি বিভিন্ন সড়ক ও সৈকত প্রদক্ষিন করে। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে অংশগ্রহন করেন। পরে পর্যটন হলিডে হোমস’র হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ উল আলম, কুয়াকাটা টুরিস্ট পুলিশের জোন ইনচার্জ সহকারী পুলিশ সুপার মো.হাবিবুর রহমান, কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী, কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শরীফ, প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বক্তারা কুয়াকাটার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন ।
বিডি প্রতিদিন/এএম