রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক লাখ টাকা খোয়ালেন মো. টিপু (৩৮) নামের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাড্ডা এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ভুক্তভোগী মো. টিপু নারায়ণগঞ্জে পরিবারসহ থাকেন এবং সেখানেই ব্যবসা করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টেপুপাড়ায়।
ভিকটিমের স্ত্রী মোছা. আঁখি বেগম জানান, টিপু তার বোনের বাসা উত্তর বাড্ডা থেকে এক লাখ টাকা নিয়ে নারায়ণগঞ্জে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে যান। বাসযাত্রীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। আমি সংবাদ পেয়ে ওই হাসপাতাল থেকে তাকে সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি বলেন, টিপু সৌদি যাওয়ার উদ্দেশে, মেডিকেল করানোর জন্য, বোনের কাছ থেকে এক লাখ টাকা ধার করে নিয়ে বাসায় ফেরার পথে এই ঘটনার শিকার হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, অচেতন অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ