তামিলনাড়ুর করুরে অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর প্রচারণা সমাবেশে পদপিষ্ট হয়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গুরুতর আহত আরও অন্তত ৬০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে প্রচণ্ড ভিড়ের কারণে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সমাবেশের অনুমতিপত্রে সর্বোচ্চ ১০ হাজার মানুষের কথা উল্লেখ থাকলেও প্রায় ৩৫ হাজার মানুষ সেখানে উপস্থিত হন। ১.২০ লাখ বর্গফুট আয়তনের জায়গা ভিড়ে উপচে পড়ে বিশৃঙ্খলা তৈরি হয়।
জানা যায়, বিজয়ের মঞ্চে পৌঁছাতে নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা বিলম্ব হয়। এতে দর্শকদের মধ্যে হতাশা ও অস্থিরতা ছড়ায়। বিজয় মঞ্চে ওঠার পর সমর্থকেরা মঞ্চের কাছাকাছি আসতে হুড়োহুড়ি শুরু করলে পদপিষ্টের ঘটনা ঘটে। একাধিক মানুষ অজ্ঞান হয়ে পড়েন। তবে প্রচণ্ড ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে সময়মতো পৌঁছাতে পারেনি, ফলে পরিস্থিতি আরও জটিল হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় নিজে অসুস্থদের হাতে পানি তুলে দেন এবং অ্যাম্বুলেন্সে তুলতেও সাহায্য করেন। উপস্থিত পুলিশকে উদ্দেশ্য করে তিনি বারবার ‘হেল্প, হেল্প’ বলে সহযোগিতা চান এবং সমর্থকদের শান্ত থাকতে অনুরোধ জানান।
ঘটনার পর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন একে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের জরুরি চিকিৎসার নির্দেশ দেন। তিনি স্বাস্থ্যমন্ত্রী থিরু মা সুব্রামানিয়ান, জেলা কালেক্টর, সিনিয়র পুলিশ কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রী আনবিল মহেশকে ঘটনাস্থলে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী রাজ্যের জনসাধারণকেও চিকিৎসা টিমের সাথে সহযোগিতা করার আহ্বান জানান। জানা গেছে, তিনি আগামীকাল করুর পরিদর্শনে যেতে পারেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে শোকবার্তায় লিখেছেন, “তামিলনাড়ুর করুরে একটি রাজনৈতিক সমাবেশে দুর্ভাগ্যজনক ঘটনাটি গভীরভাবে দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
উল্লেখ্য, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজয় রাজ্যজুড়ে প্রচারণা চালাচ্ছেন। করুরের এ সমাবেশও সেই প্রচারণারই অংশ ছিল।
বিডি প্রতিদিন/আশিক