বিএনপির সঙ্গে বৈঠক করেছেন সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধিদলের (ইপি) সদস্যরা। গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে একটি শক্তিশালী সংসদ গঠিত হবে বলে আশা ব্যক্ত করা হয়। ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ ও ফলোআপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি মেটে বাক্কেন ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ বাইবা জারিনা। অন্যদিকে, বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।
বৈঠক করেছে এনসিপিও : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছে ঢাকা সফররত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সার্বিক নির্বাচন পরিস্থিতি ও ইইউর নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
গতকাল রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনাসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী। সঙ্গে ছিলেন যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ, তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।