কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয়শিবিরের বাইরে শত শত রোহিঙ্গা পরিবার ভাড়া বাসায় বসবাস করছে। স্থানীয় প্রভাবশালী ও জমির মালিকরা অর্থ লাভের আশায় ঘর নির্মাণ করে এসব রোহিঙ্গাকে ভাড়া দিচ্ছেন। এতে নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। স্থানীয় সূত্র বলছে, ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের অনেকেই মাদক, অস্ত্র, অপহরণসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গারা ক্যাম্প ছাড়া অন্য কোথাও থাকার অনুমতি পায়নি। কেউ অবৈধভাবে ভাড়া থাকলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে হবে-এ নির্দেশ আগে থেকেই দেওয়া আছে। তথ্য অনুযায়ী, উখিয়ার বালুখালী মরাগাছতলা এলাকায় অর্ধশতাধিক বাড়িতে রোহিঙ্গারা ভাড়া থাকে। সেখানে মনিয়ার বাড়িতে ১৪টি, আনোয়ারের বসতভিটায় ২২টি, ছগির আহমদের বাড়িতে ১২টি এবং আবদুর রহমান ও লুৎফুর নাহারের বাড়িতে যথাক্রমে ২০ ও ৪৫টি পরিবার বসবাস করছে। প্রতিটি পরিবার মাসিক গড়ে ৩ হাজার টাকা ভাড়া দিচ্ছে। এ ছাড়া জামানত বাবদ নেওয়া হচ্ছে ৪৫-৫০ হাজার টাকা করে। ফরিদ আলমের বসতভিটায় ৩৪টি, আবদুল করিম প্রকাশ বিডিআরের বাড়িতে ১৬টি, জুনির বাড়িতে ২টি এবং ছৈয়দ আলম ও সামশুল আলমের বাড়িতে ১টি করে পরিবার বসবাস করছে। এ ছাড়া নুরুল আমিন, রেহেনা আক্তার, বেলালসহ আরও কয়েকজন স্থানীয়ের বাড়িতেও রোহিঙ্গাদের উপস্থিতি পাওয়া গেছে। পালংখালী ইউনিয়নের মোছারখোলা, তেলখোলা, প্রেমবাজার, গর্জনখোলা ও বাইলাখালীসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় দেখা গেছে- কিছু স্থানীয় ও চাকমা পরিবার রোহিঙ্গাদের কাছে জায়গা বিক্রি করে বা ভাড়া দিয়ে বসবাসের সুযোগ করে দিয়েছে। তেলখোলা বাজার থেকে পশ্চিমে বাইলাখালী এলাকায় অন্তত ১৫টি রোহিঙ্গা পরিবার নিজস্ব ঘরও নির্মাণ করেছে। জামতলী, থাইংখালী ও পশ্চিম বালুখালী এলাকায়ও রোহিঙ্গাদের ভাড়া থাকার প্রমাণ মিলেছে। স্থানীয় সূত্রের দাবি, পশ্চিম বালুখালীর ‘আর্মি ফারুকের’ বাড়িতে থাকা অন্তত ১০ জন রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা ও আল ইয়াকিনের সক্রিয় সদস্য। এ ছাড়া পালংখালী এবি মডেল একাডেমির পশ্চিমে এক রোহিঙ্গা সরাসরি জমি কিনে ঘর নির্মাণ করেছে, যেখানে নিয়মিত রোহিঙ্গাদের যাতায়াত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে এসব বসতি গড়ে উঠেছে। ফলে এলাকায় মাদক, অস্ত্র ও অপহরণ চক্র আরও সক্রিয় হয়ে উঠছে। সচেতন মহলের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন বলেন, ‘রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে বসবাস করলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে। তাদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।’ পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বসবাস আমাদের নিরাপত্তার জন্য হুমকি। আমরা কয়েকজনকে চিহ্নিত করেছি। প্রশাসনকে জানানো হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত পদক্ষেপ ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।’ উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বসবাসের অভিযোগ তদন্তাধীন। প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৮
- মহেশপুরে ৪ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি গ্রেফতার
- হবিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মাদরাসা ছাত্রসহ নিহত ৩
- লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান
- আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- পৃথক সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীতে ২ জনের মৃত্যু
- হাতুড়িপেটায় প্রধান শিক্ষকের পা ভেঙে দেওয়ার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে নিহত অন্তত ৩৬
- ফ্যাসিবাদের ইন্ধনে সন্ত্রাসীদের দ্বারা পাহাড়ে শান্তি বিনষ্টের চেষ্টা
- স্বর্ণের দাম কমেছে
- ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির
- শ্রীপুরে নারী মডেলকে রিসোর্টে আটকে গণধর্ষণের অভিযোগ, আটক ১৪
- প্রতিপক্ষের মারধরে কৃষক দলের নেতা নিহত
- পর্যটন দিবসে কুয়াকাটায় পর্যটকদের ফুল দিয়ে বরণ
- বাড্ডায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী
- ১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ফার্নিচার মেলা
- অলিম্পিক আয়োজনের সামর্থ্য আছে বসুন্ধরা স্পোর্টস সিটির : লালওয়ানি
- ঢাবিতে ভবঘুরে উচ্ছেদ অভিযান ডাকসুর, ইয়াবাসহ একজন আটক
- বিল থেকে উদ্ধার কিশোর অটোচালকের মরদেহ
- কাপাসিয়ায় নানা আয়োজনে হান্নান শাহ’র ৯ম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ:
০০:০০, রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০২:১১, রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
নিরাপত্তা হুমকির মুখে
ক্যাম্পের বাইরে স্থায়ী রোহিঙ্গারা
হাসানুর রশীদ, কক্সবাজার
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাঁচ বছরের জন্য গাজায় অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্ব নেত্বত্ব দেবেন টনি ব্লেয়ার?
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করা নেতারা গোপনে ধন্যবাদ জানান: জাতিসংঘে নেতানিয়াহু
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাজ্য-ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের ফেরালো ইরান
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম