চাঁদপুরের ঐতিহ্যবাহী ইসলামপুর গাছতলা দরবার শরিফের উত্তরাধিকারী ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাকালীন পরিচালক হাফেজ খাজা এনায়েতুল্লাহর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ আসর চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা দরবার শরিফ ময়দানে জানাজা শেষে দরবারের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ মরহুমের জানাজায় অংশ নেন। জানাজায় ইমামতি করেন দরবার শরিফের গদিনশীন পীরে কামেল মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরী। বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইসলামিক রিসার্চ সেন্টারে তার জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, হাফেজ খাজা এনায়েতুল্লাহ মহান সুফিসাধক হাফেজ কারি শাহসূফি আল্লামা খাজা আহমদ শাহ নকশেবন্দী মুজাদ্দেদীর (রহ.) বড় নাতি এবং আল্লামা খাজা আবুল খায়ের নকশেবন্দী মুজাদ্দেদী (রহ.)-এর জ্যেষ্ঠ সাহেবজাদা।