ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আজ আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আজ মহাষষ্ঠী। পঞ্জিকার সূচি অনুযায়ী, আজ বেলা ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হবে।
মহানগর সর্বজনীন পূজা কমিটি জানায়, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। এ সময় আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। এ নির্ঘণ্ট মেনে দেশের পূজাম পগুলোয় চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। এ বছর দেশে ৩৩ হাজার ৩৫৫ মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজধানীতে রয়েছে ২৫৯টি ম প। ম পগুলোয় চলছে শেষ সময়ের প্রস্তুতি। আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে রাজধানী। পালবাড়ি থেকে ম পে প্রতিমা আনার প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন পূজা কমিটির সদস্যরা। দুর্গাপূজা উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘সব ধর্ম-সম্প্রদায়ের মানুষের অপূর্ব মেলবন্ধনের অনন্য নিদর্শন বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, তার সফল বাস্তবায়নে ধর্মবর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে।’ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। সেখান থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দুধর্মাবলম্বী নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, ‘সব অশুভ, অন্যায় আর অন্ধকার পরাজিত করে শুভ চেতনার জয় হবে, কল্যাণ ও সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাবে।’