লিটন কুমার দাসের বাঁ পাঁজরের চোট সারতে দুই সপ্তাহ লাগতে পারে। বিসিবির নির্বাচক প্যানেলকে মেডিকেল বিভাগ থেকে সে রকম রিপোর্টই দেওয়া হয়েছে। এশিয়া কাপের সুপারফোরে তিনি ভারত ও পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি। আফগানিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের টি-২০ সিরিজে থাকবেন না। ভারপ্রাপ্ত অধিনায়ক করা হতে পারে জাকের আলিকে।
লিটন খেলতে না পারায় টি-২০ দলে পরিবর্তন আসছে। মেহেদী হাসান মিরাজের ওয়ানডে দলেও একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। শ্রীলঙ্কায় থাকা নাঈম শেখ টিকে যেতে পারেন। সাইফ হাসান ও নুরুল হাসান সোহান অন্তর্ভুক্ত হতে পারেন। এশিয়া কাপে ১৬ জনের দল নিয়ে খেলেছে বাংলাদেশ। লিটনের জায়গায় আসতে পারেন সৌম্য সরকার বা আফিফ হোসেন।
এনসিএল টি-২০ ম্যাচে রান পেয়েছেন খুলনার এ দুই ব্যাটার। মিডল অর্ডারে আফিফ ৪৫ বলে ৫০ আর ৩৪ বলে ৬৩ রান করেন সৌম্য। সামনে টি-২০ বিশ্বকাপ বলে লিটনকে সিরিজে নামিয়ে ঝুঁকি নিতে চাইছে না বিসিবি।